Wednesday, 22 April 2020

বাংলা কবিতা - ল্যাম্পপোস্ট by মোহাম্মদ ইমন হোসেন


  • ল্যাম্পপোস্ট


ভালোবাসাময় প্রতিটি অন্ধ গলি
থেকে আর্তনাদ ভেসে আসছে,
আজ বিবেকহীন অন্ধ মানুষের
মুখোশ উন্মোচনের সময় এসেছে।
ধরিত্রী আজ বলবে,
ঠিকই বলবে ভালোবাসা প্রতিঘাত কী?
আজ সংকল্পরা দানা বেধেছে একটি যুগ ধরে,
শুধু বলবে তাকে ভালোবাসি অনুপমা,
বড্ড বেশি ভালোবাসি।
আজ অন্ধকার গলিতে নোনা স্রোত
সাক্ষী দিবে প্রতিটি সেকেন্ডের,
প্রতিটি মুহুর্তের কথা বলবে কতটা কষ্টের
জীবন ভেসে আসে একজনের জীবনে প্রিয়তমাকে ছাড়া।
আজ হাহাকার জন্ম নিয়েছে সভ্যতার পান্ডুলিপিতে,
ঘৃণা আর ধিক্কারে মুখরিত জনপদ হতে ভেসে আসছে দাবানল।
আজ অহংকারের পতনে স্বৈরাচার
গদি আকড়ে ধরবে বলে চিরপ্রক্ষিতমান,
অপেক্ষমাণ আজ মায়া, মোহ গ্রাস করেছে কলমকে
আজ সভ্যতা দানা বেধেছে ভিন্ন মোড়কে,
মখ থুবরে পড়ে আছে কাঙালি,
আজ বিচলিত বাঙালি ভাবছে স্বাধীনতা আসবে ফিরে,
একটু আধটু দারু গিলছে,
ল্যাম্পপোস্টের আলোয় অচেনা গলিতে হাটছে !

- মোহাম্মদ ইমন হোসেন ,
  ১৫ এপ্রিল, ২০১৯; সকাল ৭:৩০